উবুন্টু কি?

লিনাক্সের অনেকগুলো ভার্শন আছে। যে গুলোকে বলা হয় ডিস্ট্রিবিউশন। যেমনঃ রেড হ্যাট লিনাক্স, ম্যান্ড্রিভা, ডেবিয়ান, সুসে ইত্যাদি। এ ধরনের একটি ডিস্ট্রিবিউশন হচ্ছে ঊবুন্টু। বর্তমানে এটির ৮.০৪ ভার্সন চলছে, যার নাম উবুন্টু হার্ডি হ্যারন। লিনাক্সের মাঝে উবুন্টুই হচ্ছে সবচেয়ে ব্যবহার বান্ধব ডিস্ট্রিবিউশন। উবুন্টুর আবার ৪ ধরনের ভার্সন আছে। যেমনঃ উবুন্টু, কুবুন্টু, এডুবুন্টু, এক্স-উবুন্টু।

Comments
4 Responses to “উবুন্টু কি?”
  1. unknown বলেছেন:

    আমার ৩০ বছরের জীবনে এরচেয়ে ফালতু জিনিস আর দেখি নাই।

  2. শামীম বলেছেন:

    বর্তমান ভার্সান ৯.০৪ ইন্ট্রাপিড আইবেক্স।

    এর পরের ভার্সান ৯.১০ কারমিক কোয়ালা এল বলে।

unknown এর জন্য একটি উত্তর রাখুন জবাব বাতিল