উবুন্টু / লিনাক্স মিন্টে সিটিসেল জুম আল্ট্রা মোডেম কনফিগার

কিছুদিন আগে ফাহিম ভাই আর আমি মিলে সিটিসেলের নতুন জুম আল্ট্রা মোডেমটা ইন্সটল করলাম ( কথোপকথন এইখানে ) । সিটিসেল প্রচারণা চালাতে চালাতে জুম আল্ট্রা বেশ জনপ্রিয়ই করে ফেলছে 🙂 অনেককেই দেখলাম গ্রামীন বাদ দিয়ে সিটিসেলের দিকে ঝুকছেন । তাই উবুন্টু/লিনাক্স মিন্টে গিয়ে যেনো তাদের ভুগতে না হয় তাই এই লেখা । চলুন ধাপে ধাপে কাজ শুরু করি ।
যা যা লাগবেঃ

মোডেমটা চেনানোর জন্য usb-modeswitch ডাউনলোড করুন এখান থেকে
ডায়ালার wvdial এর জন্য নীচের প্যাকেজগুলো ডাউনলোড করে নিনঃ

  1. libwvstreams4.6-base
  2. libwvstreams4.6-extras
  3. libuniconf4.6
  4. wvdial

প্যাকেজ ইন্সটলেশনঃ

  • উবুন্টুর ডেস্কটপে zoom নাম দিয়ে একটা ফোল্ডার করুন । তাতে আগে ডাউনলোড করা সকল ফাইল এনে রেখে দিন ।
  • সহজে ইন্সটলের জন্য আমি টারমিনাল ব্যবহার করব , ভয় পাবেন না 🙂
  • টারমিনাল খুলে লিখুন
cd Desktop/zoom
  • লিনাক্স মিন্ট ব্যবহারকারীরা zoom ফোল্ডারটাতে ঢুকে মাউসে রাইট বাটন ক্লিক করে Open In terminal দিবেন তাহলেই হয়ে যাবে 🙂
  • এরপর টারমিনালে কমান্ড দিনঃ
sudo dpkg -i *.deb

ব্যস ! এগুলো ইন্সটল হয়ে গেছে । এবার একটা রিস্টার্ট দিন <strong>মোডেম এবং কানেকশন কনফিগারঃ</strong> <ul> <li>মোডেমটা লাগিয়ে নিন । টারমিনাল খুলে নীচের কমান্ডটা দিনঃ</li> </ul>

usb_modeswitch
  • যাই দেখাক সমস্যা নাই 🙂
  • মোডেম চেনাতে নীচের কমান্ডটুকু দিনঃ
sudo modprobe usbserial vendor=0x19d2 product=0xfff1

টারমিনালে নীচের কমান্ড দিনঃ

sudo wvdialconf
  • এবার নীচের কমান্ডটা দিনঃ
sudo gedit /etc/wvdial.conf

একটা টেক্সট এডিটর খুলবে । Modem = /dev/ttyUSB0 এরকম একটা লাইন পাবেন । খেয়াল রাখুন এখানে USB এর নাম্বারটা কত ( সাধারণত 0 ই থাকে ) পুরোটা মুছে নীচের কোডটুকু কপি করে দিনঃ ( ডানদিকে কপি অপশন পাবেন )

[Modem0]
Modem = /dev/ttyUSB0
Baud = 460800
SetVolume = 0
Dial Command = ATDT
Init1 = ATZ
FlowControl = Hardware(CRTSCTS)

[Dialer zoom]
Username = waps
Password = waps
Phone = #777
Stupid Mode = 1
Inherits = Modem0

সেভ করে নিন 🙂

কানেক্ট করা/ডিসকানেক্ট করাঃ

  • কানেক্ট করতে টারমিনাল খুলে লিখুনঃ
sudo wvdial zoom

ডিসকানেক্ট করতে টারমিনালে লিখুন

sudo poff.wvdial

অথবা আগের টারমিনালে এসে CTRL + C চাপুন ডিসকানেক্ট হয়ে যাবে । একটু সহজ করাঃ কনফিগার করার পর কানেক্ট করতে আপনাকে বেশ কিছু কমান্ড দিতে হবে । তার কাজটা চলুন এক ক্লিকে করে নেই 🙂 ডেস্কটপে রাইট বাটন ক্লিক করে Create a launcher এ দিন । নীচের মত প্যারামিটার দিন ।

  • Type: Application in Terminal
  • Name: Zoom Dialer
  • Command: gksu modprobe usbserial vendor=0x19d2 product=0xfff1 && sleep 4 && gksu wvdial zoom
  • Comment: (আপনার ইচ্ছামত)

এবার আপনি শুধু শর্টকাটটাতে ক্লিক করলেই কানেক্ট হয়ে যাবে আর হান্গামা করতে হবে না । পুনঃ এতো কাজ কেনো করা লাগল সেই প্রশ্ন মনে আসা স্বাভাবিক । এতে লিনাক্সের দোষ নাই । যারা প্রডাক্ট বানান তারা পুরো উইন্ডোসকে টার্গেট করে বানান বলেই এই অবস্থা 😦 এটা নিয়ে একদিন বিস্তারিত লেখার ইচ্ছা আছে । ভালো থাকুন , হ্যাপী লিনাক্সিং 🙂

Comments
7 Responses to “উবুন্টু / লিনাক্স মিন্টে সিটিসেল জুম আল্ট্রা মোডেম কনফিগার”
  1. Ripon Majumder বলেছেন:

    ভাই, বিশ্বাস করুন, ভয় পেয়ে গেছি। আমার জুম আলট্রা নেই, জুম আছে। উবুন্টুতে ব্যবহার করবো বলে আপনার পোষ্ট পড়লাম। পড়ে আমার ইচ্ছে সম্পূর্ণ উবে গেছে। তবে আপনার এ কথাটি মনে ধরেছে- ”যারা প্রডাক্ট বানান তারা পুরো উইন্ডোসকে টার্গেট করে বানান বলেই এই অবস্থা। এটা নিয়ে একদিন বিস্তারিত লেখার ইচ্ছা আছে ।” আপনার বিস্তারিত পোষ্টের অপেক্ষায় রইলাম।

  2. চমতকার ! অনেক ধন্যবাদ ব্যাপারটা সিউর করার জন্য । আমারও অনুমান ছিল এভাবে হবে কিন্তু নিজের মোডেমে করিনি – ইন্টারনেটে আলোচনা করে ফাহিম ভাইয়ের টা কনফিগার করলাম ।

    প্রথমবার ঠিক এভাবেই করার কথা বললেও কোন কারণে হয় নি 😦 আপনাকে আবারও অনেক অনেক ধন্যবাদ চমতকার একটা লেখায় দারুন একটা বিষয় সমাধান করার জন্য ।

    ভালো থাকবেন ।

  3. ferdous বলেছেন:

    vai…….apni ja share koresen…ta advance level user der jonno. but ami khub i primary stage r user….amader moto primary level user der jonno likhle amader onk subidha hoy.
    caz ..amra apnader kache thake i shikhi.
    ami even terminal kivabe use korte hoy…tai i jani na.
    but amar windows use korte valo lage na….tai ubantu use korte chai.
    amar ubantu version hosse 14
    r ami ZTE880 modem use korsi.
    apni aktu sohoz kore likhle amader onk subidha hoto.
    thnX

এখানে আপনার মন্তব্য রেখে যান