সাইটটি সম্পর্কে

এই সাইটটি উন্মুক্ত অপারেটিং সিস্টেম লিনাক্সের সবচেয়ে জনপ্রিয় ডিস্ট্রিবিউশন উবুন্টু’র জন্যে নিবেদিত। আমরা প্রথম থেকে সবাই উইন্ডোজ এর অপারেটিং সিস্টেম ব্যবহার করে অভ্যস্ত, তাই প্রথমবারের মত লিনাক্সে/উবুন্টুতে গেলে বিভিন্ন ধরনের সমস্যায় পড়া অস্বাভাবিক নয়। তাই আমরা এই সাইটে চেষ্টা করছি যাতে বিভিন্ন সমস্যা এবং তার সমাধান যুক্ত করা যায়। এখানে যে কেউ অবদান রাখতে পারে। হতে পারে লেখাটি আগে বিভিন্ন ফোরামে অথবা সাইটে প্রকাশিত হয়েছে, অথবা হতে পারে আপনার স্বকীয় কোন লেখনী। যেটাই হোক, আপনি তথ্যসূত্র উল্লেখ করে উবুন্টু/লিনাক্স সম্পর্কিত যেকোন লেখা এখানে প্রকাশ করতে পারেন। এতে করে সাধারণ অনেক লোকই উপকৃত হবে।

কিভাবে অবদান রাখবেন?
এই সাইটটি যেহেতু ওয়ার্ডপ্রেস দিয়ে করা, তাই যাদের কোন ওয়ার্ডপ্রেস ব্লগের একাউন্ট আছে তারা ইচ্ছা করলেই এখানে অবদান রাখতে পারেন। যদি আপনার কোন ওয়ার্ডপ্রেস একাউন্ট না থাকে, তাহলে http://wordpress.com এ গিয়ে আপনার পছন্দনীয় কোন নামে একটা একাউন্ট রেজিস্ট্রেশন করুন এবং যেই ইমেইল ঠিকানা দিয়ে আপনি সেই একাউন্টটি রেজিস্ট্রেশন করেছেন, সেই ঠিকানাটি মেইল করে দিন tareq1988<at>gmail<dot>com এই ঠিকানায়। কারণ, আপনি যদি এখানে কন্ট্রিবিউট করতে ইচ্ছুক হন, তাহলে অবশ্যই আপনার একটা ওয়ার্ডপ্রেস একাউন্ট থাকতে হবে এবং আপনার ইমেইল ঠিকানা দিয়েই একমাত্র আপনাকে আমরা এখানে লেখার জন্যে আমন্ত্রণ জানাতে পারি। তাই যদি আপনি এখানে অবদান রাখতে চান এবং উবুন্টুর প্রসার ঘটাতে চান, অতিসত্বর আমাদের সাথে যোগাযোগ করুন।

ধন্যবাদ

Comments
20 Responses to “সাইটটি সম্পর্কে”
  1. Rony বলেছেন:

    সেইরকম ভাইয়া। চালায়ে যান। সাথে আছি।

  2. Arafat Rahman বলেছেন:

    permalink এ বাংলা না দিলে হয় না?
    /%post-id%/ দিয়ে করলে মনে হয় ভালো হয়। বর্তমান সেটিংএ লিংক শেয়ার করা মুশকিল।

  3. Tareq বলেছেন:

    ওয়ার্ডপ্রেস ডট কমে তো এইটা করা যায় না, নিজের হোস্টিং এ থাকলে করা যেত। আমি তো কোন অপশনই দেখলাম না

  4. হিমেল বলেছেন:

    আজ এক বন্ধু ও আমি মিলে উবুন্টু সেটাপ দিলাম। আজ থেকে হয়ে গেলাম উবুন্টুর সাথী।

  5. হিমেল বলেছেন:

    নতুন বছরের শুভেচ্ছা উবুন্টু পরিবারের সবাইকে।

  6. সোহেল রানা বলেছেন:

    ভাই আপনাকে আমি একটা অনুরোধ করব। আর সেটা হল আপনি যে মহৎ উদ্দ্যেগ নিয়েছেন তা থেকে কখন ও পিছনে যাবেন।

    আর এই সাইট সম্পর্কে আমার কিছু কথা বলতে চাই।

    ১। এখানে “সমস্যা এবং সমাধান” নামে একটি বিভাগ থাকা দরকার।
    ২। আমরা যাতে সাম্পতিক পোষ্ট গুলোর সাপ্তাহিক নিউজ লেটার পেতে পারি তার একটা ব্যবস্থা করবেন। যেমন এটি http://www.cae.com.bd এই সাইটে আছে। এতে করে আমরা প্রতি সম্তাহের পোষ্ট গুলো সম্পর্কে জানতে পারব এবং সেই পোষ্টগুলো আমাদের মেইলে জমা থাকবে। যা আমাদের ভ্যবষ্যিতে কাজে আসবে।

    আর উইন্ডোজ আর লিনাক্স এর পার্থক্য লিনাক্স ব্যবহার না করেই বুঝেছি। উইন্ডোজ আমাদের বোকা বানিয়ে রেখেছে। তাই আর এটা নয়। উইন্ডোজ আসলে সদ্য জন্ম নেয়া শিশুর জন্য বড়দের জন্য নয়।তার আরো ব্রজ কন্ঠে বলতে চাই “ওপেন সোর্সের জয় হোক”

    কিন্তু আমি সিডি অভাবে উবুন্টু ব্যবহার করতে পারছি না।

    • Tareq বলেছেন:

      আপনি কিসের ইন্টারনেট ব্যবহার করেন? যদি আনলিমিটেড কোন প্যাকেজ হয়, তাহলে সহজেই আপনি http://ubuntu.com থেকে ডাউনলোড করে নিতে পারেন। বেশি সময় লাগবে না। যদি আনলিমিটেড প্যাকেজ না হয়, তাহলে সিডি পাঠানোর ব্যবস্থা করা যেতে পারে। সেক্ষেত্রে পাঠানোর খরচ আপনাকেই বহন করতে হবে 🙂

  7. এ.আর.রলিন বলেছেন:

    হুম… সাইট টি চমৎকার

    সাইট টির এডমিনদের কাছে অনুরোধ করছি [ “সমস্যা এবং সমাধান” ] নামে একটি বিভাগ / পেইজ রাখা দরকার। এখানে যারা যার সমস্যার কথা জানাবেন আর যারা সমাধান জানেন তারা সমাধান দিবেন রিপ্লের মাধ্যমে।

    আমি কিছু সমস্যায় আছি তাই আবেদন টি করলাম।

    কতৃপক্ষের দৃষ্টি আকর্ষন করছি যাতে এখানে [ “সমস্যা এবং সমাধান” ] নামে একটি বিভাগ / পেইজ রাখা হয়।

  8. এ.আর.রলিন বলেছেন:

    আমার মতে বাংলাদেশের লিনাক্স এর বিভিন্ন ডিষ্ট্রো ব্যাবহার কারীদের সাহায্যের জন্য এই সাইট টি অনেক অবদান রাখবে।

    আপাতত ওয়ার্ডপ্রেসের হোষ্টিং এ সাইট টি চালান।

    তবে নিজস্ব হোসটিং ও ডোমেইন নেমে করলে ভালো হত। [ আসাকরি করা হবে ভবিষ্যৎ এ ]

    বিঃদ্রঃ সাইট টার জন্য আমি ৫গিগা ফ্রি হোষ্টিং এর ব্যাবস্থা ও একটা থিম বাংলা করে দিব ফ্রি। কিন্তু আপনাকে ডোমেইন নেম এর ব্যাবস্থা করতে হবে। আমার সাথে ই-মেইল এ যোগাযোগ করবেন যদি দরকার পড়ে।

    ধন্যবাদ।

  9. amitchakraborty বলেছেন:

    Apnader prayash sotti sundar. Onek dhonnobad.

    Sampadak
    “Ultodurbin”

  10. Refinance California বলেছেন:

    আর উইন্ডোজ আর লিনাক্স এর পার্থক্য লিনাক্স ব্যবহার না করেই বুঝেছি। উইন্ডোজ আমাদের বোকা বানিয়ে রেখেছে। তাই আর এটা নয়। উইন্ডোজ আসলে সদ্য জন্ম নেয়া শিশুর জন্য বড়দের জন্য নয়।তার আরো ব্রজ কন্ঠে বলতে চাই “ওপেন সোর্সের জয় হোক”
    +1

  11. ping543f বলেছেন:

    Please add me as a contributor

  12. shaon বলেছেন:

    অসংখ্য ধন্যবাদ ব্লগটির প্রতিষ্ঠাতাকে । খুব ভাল লেগেছে ব্লগটি। অসাধারন

  13. tusin বলেছেন:

    খুব ভাল লাগল সাইটে …উবুন্টু নতুনদের দারুন কাজে লাগবে

  14. ইবনে আহমেদ বলেছেন:

    সাইটটির কার্যক্রম বন্ধ হয়ে গেলো কেন ? নতুনভাবে কি আবার শুরু করা যায় না ?

এখানে আপনার মন্তব্য রেখে যান