সহজ উবুন্টু শিক্ষাঃ উবুন্টু ইন্সটলেশানের বিভিন্ন পদ্ধতি

  • পদ্ধতি ১ – উবি দিয়ে ইন্সটলেশান

    – একদম “শূন্য” পর্যায়ের কম্পুকানা নতুন ব্যবহারকারীদের জন্য।
    – একই কম্পিউটারে উইন্ডোজ ও উবুন্টু পাশাপাশি থাকবে।
    – কোন ধরনের পার্টিশান করতে হবেনা।
    – কম্পিউটারের কোন ফাইল মুছে যাবার সম্ভাবনা নেই।

  • পদ্ধতি ২ – কোনো পার্টিশান তৈরি না করে সরাসরি ইন্সটলেশান

    – “শূন্য” পর্যায়ের ব্যবহারকারীদের জন্য।
    – কম্পিউটারে উইন্ডোজ ও উবুন্টু পাশাপাশি থাকবে।
    – ব্যবহারকারীকে ম্যানুয়ালি কোনো পার্টিশান করতে হবেনা।
    – কম্পিউটারের কোন ফাইল মুছে যাবার সম্ভাবনা নেই।

  • পদ্ধতি ৩ – কোনো পার্টিশান তৈরি না করে সরাসরি ইন্সটলেশান

    – “শূন্য” পর্যায়ের ব্যবহারকারীদের জন্য।
    – সম্পূর্ণ হার্ডডিস্ক ফর্ম্যাট হবে।
    – উইন্ডোজ এবং অন্যান্য সকল ফাইল পুরোপুরি মুছে যাবে।
    – কম্পিউটারে কেবলমাত্র উবুন্টু থাকবে।
    – কোনো পার্টিশান করতে হবেনা।
    – পুরোনো সব ফাইল ব্যাকাপ করতে হবে।

  • পদ্ধতি ৪ – পার্টিশান তৈরি করে সরাসরি ইন্সটলেশান

    – সব পর্যায়ের ব্যবহারকারীদের জন্য।
    – সম্পূর্ণ হার্ডডিস্ক ফর্ম্যাট হবে।
    – উইন্ডোজ এবং অন্যান্য সকল ফাইল পুরোপুরি মুছে যাবে।
    – কম্পিউটারে কেবলমাত্র উবুন্টু থাকবে।
    – ব্যবহারের সুবিধার জন্য রুট, সোয়াপ ও হোম – এই তিনটি পার্টিশান করা হবে।
    – ব্যবহারকারীকে ম্যানুয়ালি পার্টিশান করতে হবে।
    – পুরোনো সব ফাইল ব্যাকাপ করতে হবে।

এখানে আপনার মন্তব্য রেখে যান