উবুন্টুতে কিভাবে সিটিসেলের মডেম এর মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করবেন

উবুন্টুতে সিটিসেলের মডেম কনফিগার করা খুবই সোজা।
প্রথমেই চেক করে নিন উবুন্টু আপনার মডেম বা ফোনটিকে ডিটেক্ট করেছে কিনা।
এজন্য টারমিনাল খুলে কমান্ড দিন lsusb।

mahbub@ubuntu:~$ lsusb
Bus 005 Device 001: ID 1d6b:0002 Linux Foundation 2.0 root hub
Bus 004 Device 001: ID 1d6b:0001 Linux Foundation 1.1 root hub
Bus 003 Device 001: ID 1d6b:0001 Linux Foundation 1.1 root hub
Bus 002 Device 002: ID 05c6:3197 Qualcomm, Inc. CDMA Wireless Modem/Phone
Bus 002 Device 001: ID 1d6b:0001 Linux Foundation 1.1 root hub
Bus 001 Device 001: ID 1d6b:0001 Linux Foundation 1.1 root hub
mahbub@ubuntu:~$

এখানে দেখুন

Bus 002 Device 002: ID 05c6:3197 Qualcomm, Inc. CDMA Wireless Modem/Phone

এই লাইনটি হচ্ছে আপনার মডেমের ডিটেক্টেট অংশ

এরপর আপনার File System/etc তে দেখুন wvdial.conf নামক একটি ফাইল রয়েছে। আর যদি এটি না থাকে(৯.০৪ থেকে নেই) তবে এজন্য নিচের লিংক থেকে পাঁচটি ফাইল ডাউনলোড করে ইন্সটল করুন।

http://archive.ubuntu.com/ubuntu/pool/m … 1_i386.deb

২  http://archive.ubuntu.com/ubuntu/pool/m … 2_i386.deb

৩  http://archive.ubuntu.com/ubuntu/pool/m … 2_i386.deb

৪  http://archive.ubuntu.com/ubuntu/pool/m … 2_i386.deb

৫  http://archive.ubuntu.com/ubuntu/pool/m … 2_i386.deb

এগুলো ইন্সটল করলে wvdial.conf ফাইলটি পাওয়া যাবে। ইন্সটলের সময় অবশ্যই ফাইলগুলো ধারাবাহিক ভাবে ইন্সটল করবেন। অর্থাৎ এখানে যেভাবে ধারাবাহিক ভাবে দেয়া আছে ঠিক তেমনি ডাউনলোড করে ইন্সটল করবেন। নয়তো ইন্সটলের সময় ডিপেডেন্সী দেখাতে পারে।

এখন  Alt+F2 চাপুন, Run Application ওপেন হলে তাতে লিখুন gksu gedit. Gedit Text Editor ওপেন হবে।
এরপর File থেকে Open সিলেক্ট করুন এবং File System >>etc(/etc) থেকে wvdial.conf ফাইলটি ওপেন করুন।
এবার ফাইলে যা লেখা আছে তা মুছে দিয়ে নিচের অংশটুকু লিখুন বা কপি পেষ্ট করুন।

[Modem0]
Modem = /dev/ttyUSB0
Baud = 230400
SetVolume = 0
Dial Command = ATDT
Init1 = ATZ
FlowControl = Hardware (CRTSCTS)
[Dialer cdma]
Username = waps
Password = waps
Phone = #777
Stupid Mode = 1
Inherits = Modem0

ব্যস হয়ে গেল। এখন ফাইলটি সেভ করুন।
এরপর থেকে আপনি টামির্নাল থেকে sudo wvdial cdma কমান্ডটি দিয়ে ইন্টারনেটে যুক্ত হতে পারবেন। thumbs_up
আর সংযোগ বিচ্ছিন্ন করতে চাইলে ctrl+c চাপুন। এ সময় অবশ্যই টারমিনাল ওপেন থাকতে হবে।

মূল লেখকঃ মাহবুব আলম, লেখাটি আছে এখানে

Comments
3 Responses to “উবুন্টুতে কিভাবে সিটিসেলের মডেম এর মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করবেন”
  1. মামুন বলেছেন:

    আমাদের কি হবে? আমরা যে গ্রামীন ফোন মডেম কিনে দেউলিয়া!

  2. chayapoth বলেছেন:

    ভাই আপনি যে পাঁচটি ফাইল ডাউনলোড করতে বলেছেন তার প্রথমটাই শুধু দাউনলোড করা যাচ্ছে। বাকীগুলো পাচ্ছিইই না

মামুন এর জন্য একটি উত্তর রাখুন জবাব বাতিল