উবুন্টু: ১০.০৪ : টাইটেল বারের বাটন সমহূ ডানে সরানো..

গত ২৯ এপ্রিল উবুন্টু ১০.০৪ রিলিজ হয়েছে। যারা ইতি মধ্য ডাউনলোড করে ব্যবহার করতে শুরু করেছেন….তারা নিশ্চই লক্ষ্য করেছেন যে ডিফল্ট ভাবেই উবুন্টু ১০.০৪ এর টাইটেল বারের (close, minimize, maximize) বাটন সমূহ বাম পাশে দেয়া। আমরা যারা উবুন্টুর পূর্বের ভার্শন গুলা এবং উইন্ডোজ ব্যবহার করতে করতে টাইটেল বারের (close, minimize, maximize) বাটন গুলা ডান দিকে ক্লিক করতে অভ্যস্ত তাদের জন্য ব্যাপারটা বেশ অস্বস্তিকর।

টাইটেল বারের বাটন সমূহ ডানে আনতে নিচের ধাপ গুলা অনুসরন করুন:

১) Alt+F2 চাপুন।
২) টাইপ করুন gconf-editor তারপর enter চাপুন।
৩) বাপপাশের ফোল্ডার গুলো থেকে apps → metacity → general এ ক্লিক করুন।
৪) ডান পাশ থেকে button_layout এ ডাবল ক্লিক করুন।
৫) value তে যা আছে ডিলিট করুন (এ রকম থাকবে close,minimize,maximize: ) এর পর :minimize,maximize,close এরকম করে দিন ok করুন দেখুন বাটনগুলো ডানপাশে চলে গেছে।

তাছাড়া এই কাজটি উবুন্টু টুইক দ্বারাও করা যায়। নিচের চিত্রটি দেখুন।

ubuntu tweak

Comments
3 Responses to “উবুন্টু: ১০.০৪ : টাইটেল বারের বাটন সমহূ ডানে সরানো..”
  1. শিবলী রায়হান বলেছেন:

    ধন্যবাদ আমার কাজে দিয়েছে। বার বার মাউস পয়েন্টার ডান দিকে নিয়ে আবার বামে নিতে হতো।
    উবুন্টু টুইক সম্পর্কে আগে জানাছিল না। জটিল জিনিষ !

  2. অভ্রনীল বলেছেন:

    কন্ট্রোল বাটন বামের ব্যাপারটা কিন্তু কেবলমাত্র দুটা থিমের জন্যই খাটে (অ্যাম্বিয়েন্স ও রেডায়েন্স), বাকীসবগুলোতে বাটন ডানপাশে।

অভ্রনীল এর জন্য একটি উত্তর রাখুন জবাব বাতিল